গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

রাগীব মজিব উচ্চ বিদ্যালয়-এর

সংক্ষিপ্ত বিবরণ

রাগীব-মজিব উচ্চ বিদ্যালয়টি নেত্রকোনা জেলার অর্ন্তগত পূর্বধলা উপজেলাধীন ৬নং পূর্বধলা ইউনিয়নের কৃষ্ণপুর তারাকান্দা গ্রামে ০১ জানুয়ারি ১৯৯৫ ইংরেজি তারিখে দানবীর ড. রাগীব আলী সাহেবের অর্থায়নে এবং ড. মোহাম্মদ মজিবর রহমান সাহেবের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। 

ড. মোহাম্মদ মজিবর রহমান যখন বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব (ড্রাফটিং) পদে কর্মরত ছিলেন তখন উক্ত অবহেলিত এলাকায় শিক্ষা বিস্তারের লক্ষ্যে তাঁর জন্মস্থানের অত্যন্ত কাছের মানুষ বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী, দানবীর ড. রাগীব আলী সাহেবের পরামর্শ ও সার্বিক সহায়তায় তাঁদের যৌথ নামে ও দানবীর ড. রাগীব আলী সাহবের অর্থায়নে বিদ্যালয়টি স্থাপিত হয়। 

অত্র এলাকার ৬ কি:মি: এর মধ্যে কোনো মাধ্যমিক বিদ্যালয় না থাকায় মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার একমাত্র মাধ্যম হচ্ছে ‘রাগীব-মজিব উচ্চ বিদ্যালয়টি’-যা শিক্ষা বিস্তারের আলোক বর্তিকাস্বরূপ কাজ করে যাচ্ছে। সর্বোপরি এই বিদ্যালয়টি স্থাপনের পর থেকে অদ্যাবধি শিক্ষকদের বেতন ভাতাদি ও শিক্ষার্থীদের উপকরণাদি দিয়ে দানবীর ড. রাগীব আলী সাহেব সার্বিক সহায়তা প্রদান করে আসছেন। 

ভূমির পরিমাণ : ১.৪৮ একর

গ্রন্থাগার : ৪০০০ (চার হাজার) গ্রন্থ সমৃদ্ধ গ্রন্থাগার রয়েছে।